
বর্ণিল আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা এবং রোমান্টিক আবহে চীনজুড়ে উদযাপিত হয় ছিসি উৎসব। কিন্তু ছিসি উৎসব আসলে কী?
ছিসি উৎসব মূলত ভ্যালেন্টাইনস ডে। বিশ্বজুড়ে এর পরিচিত চীনা ভ্যালেন্টাইনস ডে হিসেবে। হাজার বছরের পুরোনো এই উৎসবটি চীনা চান্দ্র ক্যালেন্ডারের সপ্তম মাসের সপ্তম দিনে উদযাপন করা হয়, আর এটি মূলত প্রেমিক-প্রেমিকাদের এক হওয়ার প্রতীকী দিন।

চীনের বেইজিং, শাংহাই, হাংচৌ, শেনচেনসহ চীনের বিভিন্ন শহরগুলোতে দিনটি উদযাপন করতে নানা আয়োজন দেখা যায়। শহরের রাস্তাঘাট, পার্ক ও বিপণিবিতানগুলো সাজানো হয় লাল লণ্ঠন, ও রঙিন ফুলে। তরুণ-তরুণীরা প্রেম নিবেদনের জন্য উপহার ও চিঠি বিনিময় করেন, অনেকে আবার ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে।

ছিসি উৎসবের সময় দলে দলে বিয়ের একটি প্রচলন আছে চীনে। দেশটির বিভিন্ন শহরে দলগত বিয়ের আয়োজন করা হয়।

তবে উৎসবটি এখন শুধু চীনারাই নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চীনা সম্প্রদায় এবং চীনপ্রীত সংস্কৃতিপ্রেমীদের মধ্যেও আনন্দ ছড়িয়ে দেয়।











































