
চীনের কুনমিংয়ে শুরু হয়েছে গ্লোবাল সাউথ মিডিয়া ও থিংক ট্যাঙ্ক ফোরাম ২০২৫। শনিবার শুরু হওয়া এই ফোরামে ১১০টি দেশ ও অঞ্চলের গণমাধ্যম, থিংক ট্যাঙ্ক, সরকারি সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ২৬০টিরও বেশি সংগঠন থেকে প্রায় ৫০০ প্রতিনিধি অংশগ্রহণ করছেন।
সিনহুয়া সংবাদ সংস্থা, সিপিসি ইয়ুননান প্রাদেশিক কমিটি, এবং ইয়ুননান প্রাদেশিক সরকার যৌথভাবে আয়োজন করেছে এই ফোরাম। এবারের ফোরামটি চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপ-প্রধান হু হ্যপিং উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, সম্প্রতি চীন প্রস্তাবিত গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ গ্লোবাল সাউথ দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা, যা বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কারে সহায়তা করবে।
তিনি আশা প্রকাশ করেন, এই ফোরাম মিডিয়া ও থিংক ট্যাঙ্কগুলোর মধ্যে যোগাযোগ ও মতবিনিময় বাড়াবে, যা বিশ্বব্যাপী পরিবর্তনের সময় গ্লোবাল সাউথ দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে সহায়ক হবে ।






































