বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:০০ অপরাহ্ন
শেয়ার

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ


saf

কলম্বোতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের দল।

ম্যাচের প্রথম চার মিনিটেই টানা দুটি গোল করে পাকিস্তানকে চাপে ফেলে দেয় লাল-সবুজের তরুণরা। শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে ২-০ গোলের জয়ে ফাইনালে জায়গা করে নিলো গোলাম রাব্বানী ছোটনের দল।

খেলার তৃতীয় মিনিটে পাকিস্তানের ডিফেন্সের ভুলে গোলের সূচনা করে বাংলাদেশ। ডান দিক থেকে আসা বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় পাকিস্তানের রক্ষণভাগ ও গোলরক্ষক। সুযোগটি কাজে লাগিয়ে নাজমুল হুদা সহজেই বল জালে পাঠান।

এক মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন অপু রহমান। বাম দিক দিয়ে ডি-বক্সে ঢুকে নিখুঁত কোনাকুনি শটে পাকিস্তানি গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। এর পরের সময়ে আর গোলের দেখা না পেলেও পাকিস্তানকে ম্যাচে ফিরতে দেয়নি বাংলাদেশের রক্ষণ।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল মাহিনের সামনে। ফয়সালের দুর্দান্ত পাস থেকে একেবারে খালি পোস্টের সামনে দাঁড়িয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি।

তবে ম্যাচের শুরুতে করা দুই গোলই শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছানোর জন্য যথেষ্ট হয়েছে বাংলাদেশের কিশোরদের জন্য।

অন্য সেমিফাইনালে আজ রাত ৮টায় মুখোমুখি হবে ভারত ও নেপাল। সেই ম্যাচের বিজয়ীর বিপক্ষেই শনিবার শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ।