শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৬ অক্টোবর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
শেয়ার

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার


Yunus

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতীয় জুলাই সনদ ২০২৫-এর স্বাক্ষর অনুষ্ঠানকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে আখ্যায়িত করে, চিফ অ্যাডভাইজার প্রফেসর মুহাম্মদ ইউনূস সকল টেলিভিশন ও অনলাইন মিডিয়াকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার আহ্বান জানিয়েছেন।

আজ (১৬ অক্টোবর) এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “আমরা সকল টিভি ও অনলাইন মিডিয়াকে অনুরোধ জানাচ্ছি যে, জুলাই ন্যাশনাল চার্টার স্বাক্ষর অনুষ্ঠান লাইভ সম্প্রচার করুন। ঘরে থাকুন বা বাইরে, দোকান, ফ্যাক্টরি, মাঠ বা খেলার মাঠে থাকুন—সবার জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যা সবাইকে দেখতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, এই সনদ স্বাক্ষর অনুষ্ঠান দেশের জনগণের সংহতি ও ঐক্যবদ্ধতার প্রতীক। প্রধান উপদেষ্টা তাঁর বার্তায় বলেন, “রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা সবাই মিলিত হয়ে এক জাতি হিসেবে দাঁড়াচ্ছি। এটি আমাদের জন্য গর্ব ও আশা উদযাপনের দিন।”

দীর্ঘ প্রতীক্ষিত এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের স্থান নির্ধারিত হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। অনুষ্ঠানটি আগামীকাল (১৭ অক্টোবর) বিকেল ৪টায় শুরু হবে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, ঐক্য, গর্ব ও আশা উদযাপনের এই মুহূর্তটিতে সবাই যেন অংশ নেন।