গতকাল কুয়েতের বিপক্ষে বাংলাদেশ সহজে জিতলেও আসল পরীক্ষায় নামছে আজ। স্বর্ণ ধরে রাখার লড়াইয়ে শ্রীলংকাই সবচেয়ে বড় বাধা। আজ ইনছন ইয়নহুই ক্রিকেট স্টেডিয়ামে কোরিয়ান সময় দুপুর দুইটায় (বাংলাদেশ সময় বেলা ১১টা) মাঠে নামবে দুইদল।
এর আগে গতকাল কুয়েতকে ২০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমস টি২০-এর সেমিফাইনালে নাম লেখায় বাংলাদেশ। গতকাল এশিয়াডের পুরুষ ক্রিকেটের চতুর্থ কোয়ার্টার ফাইনালে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ক্রিকেটের অচেনা দল কুয়েত। বাংলাদেশের গড়া ২২৪ রানের জবাবে মাত্র ২১ রানেই শেষ হয়ে যায় কুয়েতের ইনিংস।






































