
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) অধীন ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার’ প্রকল্পের অংশ হিসেবে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে ওয়ার্কওভার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) থেকে কূপটি দৈনিক প্রায় ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করেছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান কূপটির গ্যাস সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাপেক্সের ‘বিজয়–১১’ রিগ ব্যবহার করে ওয়ার্কওভার কাজটি সম্পন্ন করা হয়। পূর্বে কূপটি থেকে দৈনিক প্রায় ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হলেও পানি ও বালু ওঠায় উৎপাদনে ব্যাঘাত ঘটত। ওয়ার্কওভারের পর কূপটি এখন ড্রাই গ্যাস সরবরাহে সক্ষম, ফলে উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে।
বিজিএফসিএল জানায়, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সিলেট গ্যাস ফিল্ডের কৈলাসটিলা–১ কূপের ওয়ার্কওভার সম্পন্ন করবে বাপেক্স, যা থেকে অতিরিক্ত দৈনিক আরও ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
চলতি মাসেই আরও তিনটি কূপ—সিলেট–১০ এক্স, সিলেট–১১ এবং শ্রীকাইল–৫—এর খনন কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বিয়ানীবাজার–২ এবং সেমুতাং–৬ কূপে ওয়ার্কওভার সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এসব কাজ শেষ হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আরও উল্লেখযোগ্য হারে বৃদ্ধির আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



































