
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে । তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায় কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল তিনটার কিছু আগে এভারকেয়ারের সামনে এক ব্রিফিংয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আজ মধ্যরাত কিংবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওয়ানা হবে।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শেই সাবেক প্রধানমন্ত্রীকে লন্ডনে নেওয়া হচ্ছে। তাদের পরামর্শের বাইরে কিছু করা হচ্ছেনা।
তিনি আরও বলেন, আমরা অনেক অনেক আশাবাদী। ইনশাল্লাহ ম্যাডাম আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন।
এসময় তিনি বেগম খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য দেশবাসীর দোয়া চান।



































