
খালেদা জিয়াকে দেখে ফিরছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে শুক্রবার ঢাকায় এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আড়াই ঘণ্টার বেশি সময় এভারকেয়ার হাসপাতালে থাকার পর বেলা আড়াইটার দিকে তিনি সেখান থেকে ধানমন্ডির পৈতৃক বাসভবনে যান।
জুবাইদা রহমান লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ১১টায় অবতরণ করেন। এরপর সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে। তাঁর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়।

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে। কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স কারিগরি ত্রুটির কারণে এখনও আসেনি। সবকিছু স্বাভাবিক থাকলে এবং মেডিকেল বোর্ডের অনুমোদন মিললে ৭ ডিসেম্বর (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।
খালেদা জিয়া ১৩ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ফুসফুসে সংক্রমণের জটিলতা কিছুটা কমেছে, হৃদ্যন্ত্রের সমস্যা কিছুটা স্থিতিশীল, তবে অন্য সমস্যাগুলো অপরিবর্তিত। ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দেয়ায় তিনি ভর্তি হন এবং পরে এইচডিইউ থেকে সিসিইউতে স্থানান্তরিত হন।









































