
নতুন জোটে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন
তিনটি রাজনৈতিক দল নিয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। রবিবার (৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটটি তাদের রাজনৈতিক যাত্রা শুরু করে।
নতুন জোটে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন এই জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ সময় নাহিদ ইসলাম বলেন, “সিটের লোভ দেখিয়ে বিভিন্ন দলকে নানা জোটে নেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু যেসব প্রস্তাব আমাদের কাছে এসেছে, আমরা তা সাদরে প্রত্যাখ্যান করেছি। আমরা ঐক্যবদ্ধ থাকব, এবং একই প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেব।”
তিনি আরও বলেন, “তারুণ্যের উত্থান ঘটেছে, জনগণ পরিবর্তন চায়। আমরা পুরনো দলগুলোর ভুল থেকে শিক্ষা নিয়েছি। এখন থেকে নতুনদের সঙ্গে পথচলা শুরু করছি। সামনে আরও দল এই জোটে যুক্ত হবে।”
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছে। আমরা সেই যাত্রাই শুরু করেছি। পুরনো রাজনীতি দিয়ে পুরনো ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব হয়নি। নতুন প্রজন্মই পরিবর্তন আনতে পারে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ তিন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।








































