মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৩ অক্টোবর ২০১২, ১২:৩২ পূর্বাহ্ন
শেয়ার

সিউলের মেয়রের ধানের চারা রোপন


ছবি সংবাদঃ সিউলের মেয়র পার্ক উন সুন সিউলের একটি এলাকায় ধানের চারা রোপন করছেন। সিউলকে একটি সবুজ নগরীতে পরিণত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সিউল সিটি কর্তৃপক্ষ।যার অংশ হিসেবে এই বছর ২.৪বিলিয়ন উওন খরচ করবে সিউল সিটি। (ইউনহাপের সৌজন্যে)