বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ১৭ ডিসেম্বর ২০২৫, ৮:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

দক্ষিণ কোরিয়ায় মহান বিজয় দিবস উদযাপন


korea-bijoy-udjapon

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দূতাবাস ভবন আলোকসজ্জায় সজ্জিত করা হয় এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল, এনডিসি, মিশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে সন্ধ্যায় মহান বিজয় দিবস, জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে স্থানীয় একটি হোটেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদ ও চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ এবং জুলাই-আগস্ট বিপ্লবের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রবাসীদের অধিকার ও কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরা হয়। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে ১১ জন বাংলাদেশি ইপিএস কর্মী এবং সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগকারী ১০টি কোরিয়ান কোম্পানিকে সম্মাননা প্রদান করা হয়।

রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল তার বক্তব্যে দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের আহ্বান জানান এবং মুক্তিযুদ্ধের চেতনায় একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।