
প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ইকামা বা ওয়ার্ক পারমিট ফি মওকুফ করার অনুমোদন দিয়েছে সৌদি মন্ত্রিসভা
সৌদি আরবের শিল্প খাতকে আরও গতিশীল করতে এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটির লাইসেন্সপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ইকামা বা ওয়ার্ক পারমিট ফি মওকুফ করার অনুমোদন দিয়েছে সৌদি মন্ত্রিসভা।
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের তথ্যমতে, প্রায় সাত থেকে আট বছর পর শিল্প খাতে নিয়োজিত প্রবাসী কর্মীদের জন্য এই ফি ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হলো।
সৌদি আরবের শিল্প ও খনিজসম্পদমন্ত্রী বান্দার আলখোরায়েফ বলেন, প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত আর্থিক চাপ কমানো হলে শিল্প খাতে টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে শিল্পখাতকে দীর্ঘমেয়াদে সহায়তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, এই সিদ্ধান্তের ফলে সৌদি শিল্পপ্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে এবং তেলনির্ভরতা কমিয়ে রপ্তানির নতুন খাত বিস্তারে সহায়ক ভূমিকা রাখবে।
ভিশন ২০৩০-এর লক্ষ্য অনুযায়ী সৌদি আরব তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বহুমুখী অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে কাজ করছে। ইকামা ফি বাতিলের ফলে শিল্পকারখানার পরিচালন ব্যয় কমবে, মানসম্মত বিনিয়োগ আকৃষ্ট হবে এবং উৎপাদন সম্প্রসারণে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক উৎপাদন প্রযুক্তি ব্যবহারের পথও আরও সুগম হবে।



































