শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২০ ডিসেম্বর ২০২৫, ৯:০৬ অপরাহ্ন
শেয়ার

ইতালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮৪


italy-police

ফাইল ছবি

মাদকের বিস্তার রোধে দেশজুড়ে এক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ইতালির পুলিশ বাহিনী। শুক্রবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত মোট ৩৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় ১.৪ টন বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) ইতালীয় পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে এই অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, দেশব্যাপী এই অভিযানের সময় ৬৫৫ জনকে তদন্তের আওতায় আনা হয়েছে, যাদের মধ্যে ৩৯ জন নাবালক রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ৩৫ কেজি কোকেইন এবং ২৯৬ কেজি গাঁজা ও গাঁজাজাত পণ্য রয়েছে। এছাড়া তল্লাশির সময় ৪০টিরও বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালে ইতালির তিনটি শহরের পাঁচটি গাঁজার দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ৩১২টি স্থানে তল্লাশি চালিয়ে জব্দ করা গাঁজাজাত পণ্যগুলো প্রাথমিক পরীক্ষায় অবৈধ মাদক হিসেবে শনাক্ত হয়েছে।

মূলত গত জুন মাসে অনুমোদিত নতুন নিরাপত্তা ডিক্রির অধীনে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ মাদক ব্যবসা এবং তরুণ প্রজন্মের মধ্যে এর প্রভাব নিয়ন্ত্রণে ইতালীয় সরকার এখন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।