জিশান সরকারঃ মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা দক্ষিন কোরিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে উদযাপিত হয়েছে। ঈদের দিন (শুক্রবার) সরকারী ছুটি না হওয়া স্বত্ত্বেও অন্যান্য বারের মতই উৎসাহের সাথে ঈদ উৎযাপন করতে দেখা যায়। কোরিয়ায় বসবাসরত মুসলমানরা কোরিয়ার বিভিন্ন প্রান্তে অবস্থিত মসজিদে নামাজ আদায় করেন। রাজধানীর সিউল কেন্দ্রিয় মসজিদে সকাল ১০টায় সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। নামাজের পর খুতবা ও মুসলিম উম্মার সুখ ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ঈদের জামাতের আয়োজন করা হয়। কিয়ংহি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক্স বিল্ডিং এ সকাল ৯ টা৩০ মিনিটে ঈদের জামাতের আয়োজন করা হয়। বিভিন্ন দেশের মুসলিম শিক্ষার্থী এখানে ঈদের জামাতে অংশ নেন। আরব, ভারতীয়, পাকিস্তানি , তুর্কি , ইন্দোনেশিয়ান, কোরিয়ান, বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম শিক্ষার্থীরা এখানে ঈদের জামাত আদায় করেন।







































