Search
Close this search box.
Search
Close this search box.

সমকামী বিয়ের সমর্থনে জাপানি প্যাগোডা

pagodaজাপানে সমকামী বিয়েতে নিষেধাজ্ঞা থাকার পরও সমকামীদের প্রতীকী বিয়ের আয়োজন করে থাকে দেশটির একটি বৌদ্ধ মন্দির । এ পর্যন্ত তারা ৫ সমকামী দম্পতির প্রতীকী বিয়ে দিয়েছেন। ২০ শতকের শুরুর দিকে জেন বুদ্ধ ধর্মের উদ্ভব ও বিকাশের চর্চায় গুরুত্বপূর্ণ স্থান ছিল ওই বৌদ্ধ মন্দির।

ওই মন্দিরের একজন যাজক রেভা. তাকাফুমি কাওয়াকামি হাফিংটন পোস্টকে ইমেইলে জানান, ২০১০ সাল থেকে এ পর্যন্ত ৫ সমকামী দম্পতি কিয়োটোর শুনকয়িন প্যাগোডায় এসে প্রতীকী বিয়েতে আবদ্ধ হয়েছেন।

chardike-ad

তিনি বলেন, আমি সমকামীদের বিয়ে আইনগতভাবে দিতে পারি না। আমি শুধু তাদের বিশ্বাসকে সমর্থন করি।

২০১৩ সালের এক জরিপে জানা যায়, ২৪ শতাংশ জাপানি সমকামীদের বৈধ বিয়ের পক্ষে।