Search
Close this search box.
Search
Close this search box.

হোন্ডাকে ৭ কোটি ডলার জরিমানা

honda

১১ বছরের বেশি সময়ের দুর্ঘটনা ও অন্যান্য নিরাপত্তা ইস্যুর রিপোর্ট করতে ব্যর্থ হওয়ায় জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডাকে ৭ কোটি ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)।

chardike-ad

গতকাল বৃহস্পতিবার এই জরিমানা করা হয়েছে বলে সিএনএন এর এক প্রতিবেদনে জানা গেছে।

এনএইচটিএসএ বলছে, ২০০৩ থেকে ২০১৪ পর্যন্ত সময়ে ১ হাজার ৭২৯টি দুর্ঘটনার রিপোর্ট করতে ব্যর্থ হয়েছে হোন্ডা। এসব দুর্ঘটনায় কতজন মারা গেছেন বা আঘাতের ধরন নিয়ে রিপোর্ট দিতে পারেনি হোন্ডা।

ইতোমধ্যে হোন্ডা ব্যর্থতা স্বীকার করে বলেছে, কম্পিউটার প্রোগ্রামিংয়ের ত্রুটির কারণে তারা রিপোর্ট সঠিকভাবে উপস্থাপন করতে পারেনি।

তবে এনএইচটিএসএ এজেন্সি বলছে, এটা কোনো অজুহাত হতে পারে না।

বিষয়টি নিয়ে এনএইচটিএসএ সচিব এ্যন্থনি ফক্স বলেন, হোন্ডাসহ সব গাড়ি নির্মাতাদেরই নিরাপত্তা দায়িত্ব আছে। এখানে সস্তা অজুহাতের কোনো জায়গা নেই।

জনস্বার্থ নিয়ে কাজ করে যুক্তরাষ্ট্রের এমন একটি গ্রুপ হোন্ডার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার দাবি জানিয়েছে।

উল্লেখ, গতবছর জেনারেল মোটরসকে ৩.৫ কোটি ডলার জরিমানা করেছিল এনএইচটিএস।