শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১৮ জানুয়ারী ২০১৫, ৭:১৮ পূর্বাহ্ন
শেয়ার

স্যামসাংয়ের নতুন নকশাপ্রধান লি ডন-তায়ে


Samsung_NewsLogo_2লন্ডনভিত্তিক নকশা প্রতিষ্ঠান ট্যানজেরাইনের সাবেক সহপ্রধান নির্বাহী কর্মকর্তা লি ডন-তায়েকে নকশা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি মোবাইল ডিভাইসের নকশার উন্নয়নেই তাকে নিয়োগ দিয়েছে। খবর টেকটু।

বাজার বিশ্লেকদের মতে, সাম্প্রতিক সময়ে মোবাইল ডিভাইসের বাজারে খুব ভালো অবস্থানে নেই স্যামসাং। গত বছর এ খাতে প্রতিষ্ঠানটির মুনাফা উল্লেখযোগ্য হারে কমেছে, যা তাদের প্রতিষ্ঠানটির সার্বিক আয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। স্যামসাং তাদের মোবাইল ডিভাইস ব্যবসাকে আরো কার্যকর করতে এখন নকশার ওপর প্রাধান্য দিচ্ছে।

গত বছর প্রতিষ্ঠানটি তাদের মোবাইল নকশা বিভাগের ভাইস প্রেসিডেন্টকে বিভাগটির প্রধান হিসেবে নিয়োগ দেয়। কিন্তু এ নিয়োগ প্রতিষ্ঠানটির জন্য খুব বেশি ইতিবাচক হয়নি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এ কারণেই লি ডন-তায়েকে নিয়োগ দেয়া হয়েছে।

৪৭ বছর বয়সী এ নকশাবিদ এর আগেও বেশকিছু শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ বিষয়ে স্যামসাং-সংশ্লিষ্টরা জানান, লি ডনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন ধারার নকশায় মোবাইল আনতে কাজ করবে প্রতিষ্ঠানটি।