বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৮ জুন ২০১৫, ৩:৩৫ অপরাহ্ন
শেয়ার

প্রমিলা বিশ্বকাপ : সেমিফাইনালে ইংল্যান্ড


england-womanপ্রথম বারের মতো প্রমিলা ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। শনিবার রাতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে স্বাগতিক কানাডাকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে তারা।

খেলার শুরুতে মাত্র ১৪ মিনিটেই জুডি টেইলর এবং লুসি ব্রোঞ্জের গোলে এগিয়ে যায় ইংলিশরা। ৪২ মিনিটে ক্রিস্টিন সিনক্লিয়েরের গোলে খেলায় ফিরে আসে কানাডা। তবে বিরতির পর আর গোল না হলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ডের নারীরা।

১৯৬৬ সালে পুরুষদের বিশ্বকাপে শিরোপা পেয়েছিল ইংল্যান্ড। সেটাই ছিল ফুটবলে এখন পর্যন্ত সেরা সাফল্য ইংলিশদের। তাই এবার নারীদের দিকে তাকিয়ে আছে দেশটির ফুটবলপ্রেমীরা।

সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন জাপান। আগামী বুধবার ফাইনালে উঠার লড়াইয়ে নামবে ইংল্যান্ডের প্রমীলারা।