বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয় তিন হাজার নারী কর্মীর ভিসা দিতে বিলম্ব করছে বলে অভিযোগ করেছে সৌদি আরব। সৌদি সরকার থেকে বলা হয়েছে, এ ভিসাগুলো ইতিমধ্যে ঢাকাস্থ সৌদি দূতাবাস থেকে অনুমোদন দেওয়া হয়েছে। খবর সৌদিগেজেট
খবরে বলা হয়, সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় প্রদেশের ভিসা অফিস সূত্র জানায়, সৌদিতে বাংলাদেশের পুরুষ শ্রমিক রফতানির বিষয়টি আটকে আছে বলে বাংলাদেশের শ্রম মন্ত্রণালয় এই তিন হাজার নারীকর্মীর ভিসা দিতে দেরি করছে।
সূত্র আরো জানায়, বাংলাদেশ সরকার শর্ত দিচ্ছে সৌদি আরবে পুরুষ শ্রমিকের রফতানির চালু হলে তারা নারী গৃহকর্মী রফতানির বিষয়ে চুক্তি করতে পারে।
খবরে আরো বলা হয়, আরো প্রায় ৩০ হাজার বাংলাদেশি নারীকর্মীর ভিসা চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে রয়েছে সৌদি সরকারের হাতে।
সৌজন্যেঃ জাগোনিউজ








































