শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৬ জুলাই ২০১৫, ৬:৫৭ অপরাহ্ন
শেয়ার

কোরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সমুদ্রে, ৩ নারী নিহত


কোরিয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী মকপোতে একটি গাড়ি সমুদ্রে পড়ে তিন নারী নিহত ও অপর এক নারী আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।

3_women_killed_1_injured

পুলিশ জানিয়েছে, শনিবার সকাল সাড়ে নয়টা নাগাদ পেংমক বন্দর সংলগ্ন দুই লেনের সড়কে ‘ইউ-টার্ন’ করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে যায়। ঘটনার পরপরই ওই গাড়ি থেকে চার নারীকে উদ্ধার করা হয়। তাঁদেরকে আশংকাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। এদের প্রত্যেকেরই বয়স চল্লিশের কোঠায়। তবে এ ঘটনায় আহত পঞ্চাশোর্ধ্ব এক মহিলা বেঁচে রয়েছেন। তিনি বাম হাতে আঘাত পেয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

বার্তা সংস্থা ইয়নহাপ নিউজ কর্তৃক প্রকাশিত বন্দরের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায় যে গাড়িটি ফেরিতে ওঠার লাইনে যাবার উদ্দেশ্যে ‘ইউ-টার্ন’ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কংক্রিটের দেয়াল ভেঙে সমুদ্রে পড়ে যায়।