দক্ষিণ কোরিয়ায় শুভ সূচনা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ফুটবল দলের। জিয়োঞ্জি-ডোর আনসিয়ং সিটিতে এশিয়ান ‘ইয়ুথ ফুটবল ফেস্তায়’ শনিবার নিজেদের দুটি ম্যাচের একটিতে জয় ও অপরটি ড্র করেছে বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা।
প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার আনসান জুনিয়রকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। খেলার ৮ মিনিটে দলের পক্ষে জয়সূচক একমাত্র গোল করেছেন মোহাম্মদ মিরাজ। আড়াই ঘণ্টার ব্যবধানে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার আরেক দল আইএনএফসি জুনিয়রের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশের বালকরা।
রবিবার বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে তিমুর লেস্তের বিপক্ষে। আগামী ১০ আগস্ট পর্যন্ত চলবে এই ফুটবল আসর।
ক্ষুদে ফুটবলারদের এই ফেস্টিভালে ১৫ দেশের ৪০ ফুটবল দল অংশ নিচ্ছে। প্রতি গ্রুপে ৫টি করে দল খেলছে। ৩০ মিনিটের খেলা হচ্ছে মাঠের অর্ধেকজুড়ে।









































