Search
Close this search box.
Search
Close this search box.

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

north-koreaউত্তর কোরিয়া আবারও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির পূর্ব উপকূল থেকে সাগরে ক্ষুদ্র পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দক্ষিণ কোরীয় সংবাদ সংস্থা জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার ইওনহ্যাপ সংবাদ সংস্থা দেশটির জয়েন্ট চিফ অব স্টাফের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এটি গ্রাদ শ্রেণির ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেপণাস্ত্র ছোড়ার উদ্দেশ্য যাচাই করে দেখছে সিউল।

chardike-ad

চলতি বছর এ নিয়ে ১৫ বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পিয়ংইয়ং। আর ষষ্ঠবারের মতো ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি।

এ ছাড়া, আরো ক্ষেপণাস্ত্র ছোড়ার আশঙ্কা থাকায় দক্ষিণ কোরিয়া উচ্চপর্যায়ের প্রস্তুতি নিয়ে রেখেছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

খবরে বলা হয়, নতুন এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর আগে বিমান উড্ডয়ন বা জাহাজ চলাচলসংক্রান্ত কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি উত্তর কোরিয়া।