বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৪ অগাস্ট ২০১৫, ৪:৫০ অপরাহ্ন
শেয়ার

মদিনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


hamid-ullahমদিনায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হামিদ উল্লাহ (৩১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে মদিনা এয়ারপোর্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হামিদকে পার্শ্ববর্তী মোওয়াসাত স্পেশালাইজড হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সৌদি প্রবাসী নিহতের মেঝো চাচা মোহাম্মদ ইসহাক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হামিদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা মিয়াপাড়া গ্রামের সৌদি প্রবাসী মোস্তাফিজুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্র জানিয়েছে, হামিদ উল্লাহ ১৫ বছর ধরে সৌদি আরবে রয়েছেন। মদিনা শরিফের কাছাকাছি এলাকায় তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। নিজের গাড়ি চালিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।