শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৩ এপ্রিল ২০১৬, ৭:০৫ পূর্বাহ্ন
শেয়ার

ইমাম লি’র জানাজা সম্পন্ন


FB_IMG_1460446825896কোরিয়া প্রবাসী জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমাম লি’র জানাজা আজ সকালে সিউল সেন্ট্রাল মসজিদে সম্পন্ন হয়েছে। কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশী প্রবাসীরা জানাজায় যোগ দেন।

জানাজা নামাজে ইমামতি করেন আনসান মসজিদের ইমাম মুফতি মমতাজুল হক। ইমাম লি’র পরিবারের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা প্রার্থনা করা হয়।