বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২ নভেম্বর ২০১৭, ১০:১৬ অপরাহ্ন
শেয়ার

পরমাণু পরীক্ষা কেন্দ্রের সুড়ঙ্গ ধসে হতাহতের খবর ভুয়া: উত্তর কোরিয়া


kimপরমাণু পরীক্ষা কেন্দ্রের সুড়ঙ্গ ধসে হতাহতের ঘটনার খবর ভিত্তিহীন বলে ঘোষণা করেছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার ষষ্ঠ পরমাণু পরীক্ষার সময় সুড়ঙ্গ ধসে দুইশ’ মানুষ নিহত হয়েছে বলে যে খবর প্রচার করা হয়েছে তার কোনো ভিত্তি নেই। এটি স্রেফ অপপ্রচার।

উত্তর কোরিয়া আরও বলছে, পরমাণু কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করতেই জাপানের পক্ষ থেকে এ ধরনের গুজব ছড়ানো হয়েছে। কিন্তু বাস্তবে এ ধরনের কোনো ঘটনা ঘটে নি।

সম্প্রতি জাপানি টিভি চ্যানেল আসাহি দাবি করেছে, উত্তর কোরিয়ার ষষ্ঠ পরমাণু পরীক্ষার পরের দিন পুনগুয়ে-রি নামে একটি পরীক্ষা কেন্দ্রের সুড়ঙ্গ ধসে দুইশ’ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এর কয়েক দিন এ বিষয়ে প্রতিক্রিয়া জানাল উত্তর কোরিয়া।