Search
Close this search box.
Search
Close this search box.

‘৬ মাসের মধ্যে ব্রিটেনে হামলার সক্ষমতা অর্জন করবে উত্তর কোরিয়া’

boris-jhonsonব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র তার দেশ পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা অর্জন করবে। ব্রিটেনের রক্ষণশীল দলের সংসদ সদস্যদের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে তিনি একথা বলেছেন।

বরিস জনসন আরো জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া থেকে আমেরিকা সব সামরিক শক্তি প্রত্যাহার করতে পারে। এ পদক্ষেপের মূল লক্ষ্য থাকবে চীন সরকারের আস্থা অর্জন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ক্ষমতাচ্যুত করা।

chardike-ad

এর কয়েকদিন আগে ব্রিটেনের সাবেক সামরিক কমান্ডার রিচার্ড ব্যারোন্সও একই ধরনের সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, উত্তর কোরিয়া এক থেকে দেড় বছরের মধ্যে পরমাণু অস্ত্র দিয়ে ব্রিটেনে আঘাত করার সক্ষমতা অর্জন করবে। সে সময় তিনি বলেছিলেন, রাশিয়া ও উত্তর কোরিয়া থেকে এ হুমকি দিন দিন বাড়ছে।