Search
Close this search box.
Search
Close this search box.

পরমাণু অস্ত্রকেন্দ্র ধ্বংসের তারিখ জানালো উত্তর কোরিয়া

kim

দেশে থাকা পারমাণবিক পরীক্ষণ স্থাপনা ধ্বংসের তারিখ জানিয়েছে উত্তর কোরিয়া। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এসব স্থাপনা অকার্যকর করা হবে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে।

chardike-ad

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়ার ওপর ভিত্তি করে আগামী ২৩-২৫ মের মধ্যে যেকোনো সময় উত্তর কোরিয়ার পুঙ্গি-রি পরমাণু পরীক্ষণকেন্দ্রটি নিষ্ক্রিয় করে দেয়া হবে। সঙ্গে গবেষণা ভবন, পর্যবেক্ষণ স্থাপনা ও নিরাপত্তা ফাঁড়িও সরিয়ে ফেলা হবে।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘পরমাণু অস্ত্রের পরীক্ষা অব্যাহত রাখা হবে না- এটা নিশ্চিত করতে ডিপিআরকের (দ্য ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া) উত্তরাঞ্চলে পারমাণবিক অস্ত্র পরীক্ষাকেন্দ্র নিষ্ক্রিয়করণে পদক্ষেপ নিচ্ছে পরমাণু অস্ত্র ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান।’

গণমাধ্যমটি জানিয়েছে, নিষ্ক্রিয়করণ অনুষ্ঠানে উত্তর কোরিয়ার গণমাধ্যম থাকবে এবং দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হবে।