Search
Close this search box.
Search
Close this search box.

১০মাসে ২৪মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন কোরিয়ান প্রবাসীরা

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দিন দিন অর্থনীতির মূল চালিকাশক্তিতে পরিণত হতে যাচ্ছে। চলতি বাজেটের গত ১০মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে (জুলাই-এপ্রিল) পাঠানো অর্থের পরিমাণ ১ হাজার ৬৪ কোটি ডলার। একই সময়ে কোরিয়া থেকে পাঠানো রেমিটেন্সের পরিমাণ ২৩.৭৯মিলিয়ন ডলার(বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী) । গত অর্থবছর ২০১০-২০১১ এ কোরিয়া থেকে প্রাপ্ত রেমিটেন্সের পরিমাণ ছিল ২৩.৯৫মিলিয়ন ডলার।

chardike-ad

বাংলাদেশ ব্যাংক এবার রেকর্ড পরিমাণ রেমিটেন্স হবে বলে আশা প্রকাশ করেছে । যার পরিমাণ ১৩বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি কোরিয়া থেকে ও রেমিটেন্সের পরিমাণ বাড়ছে। কোরিয়াতে বাংলাদেশীর সংখ্যা দিন দিন বাড়ছে সে হারে বাড়ছে রেমিটেন্সও।উল্লেখ্য ইপিএসের মাধ্যমে এই বছরে আরো কয়েক হাজার বাংলাদেশী কোরিয়ায় আসার কথা রয়েছে।