Search
Close this search box.
Search
Close this search box.

রাশিয়ায় স্পর্শকাতর পণ্যের রূপ্তানি বন্ধ করছে যুক্তরাষ্ট্র

সিউল, ২৮ মার্চ ২০১৪:

যুক্তরাষ্ট্র রাশিয়ায় স্পর্শকাতর পণ্য ও প্রযুক্তি রপ্তানি বন্ধ করে দিচ্ছে। ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল রাশিয়ার অন্তর্ভূক্তির পর দেশটি এ পদক্ষেপ নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ড্রাষ্ট্রি এন্ড সিকিউরিটি (বিআইএস) চলতি সপ্তাহের প্রথম দিকে এক বিবৃতিতে বলেছে, তারা স্পর্শকাতর পণ্যসমূহ রূপ্তানির জন্য লাইসেন্স দেয়া বন্ধ করছে।

chardike-ad

images (3)বিআইএস বলছে, চলতি বছরের পহেলা মার্চ থেকে তারা রাশিয়ায় কিছু পণ্য রূপ্তানির জন্য লাইসেন্স প্রদান বন্ধ করে দিয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকবে।

এছাড়া দেশটির পররাষ্ট্র দপ্তর বলছে, ডাইরেক্টরেট অব ডিফেন্স ট্রেড কন্ট্রোলস সোমবার প্রতিরক্ষা সংক্রান্ত পণ্য ও সেবার লাইসেন্স দেয়া বন্ধ করে দিয়েছে যেন এসবের রূপ্তানি রাশিয়ায় না করা যায়।

পররাষ্ট্র দপ্তরের মহিলা মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের জের ধরে আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি এটি তারই অংশ।

ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে দখলের কারণে যুক্তরাষ্ট্র চলতি মাসের প্রথম দিকে রাশিয়ান সরকারের শীর্ষ কিছু ব্যক্তির সম্পদ জব্দ ও ভিসা নিষেধাজ্ঞা জারি করে।