Search
Close this search box.
Search
Close this search box.

প্রথম ম্যাচেই জরিমানার কবলে তামিম

tamimশুক্রবার বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের ১৪তম ওয়ানডে অধিনায়ক হিসেবে টস করেছেন তামিম ইকবাল। তবে সুখকর হয়নি তার অভিজ্ঞতা, ৯১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। নিজের অধিনায়কত্বের প্রথম ম্যাচে শুরু পরাজয় দিয়েই পার পাননি তামিম ইকবাল। ম্যাচ শেষে গুনতে হয়েছে জরিমানাও। তামিম একা নন, পুরো দলকেই জরিমানা করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

অপরাধ চিরচেনা, স্লো ওভার রেট। শুক্রবার টস হেরে বোলিং করতে নামা বাংলাদেশ দলের পুরো ইনিংস শেষ করতে সময় লেগেছে ৪ ঘণ্টারও বেশি। আইসিসির হিসাবে নির্দিষ্ট সময়ের চেয়ে ২ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ।

chardike-ad

যে কারণে অধিনায়ক তামিম ইকবালকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ এবং দলের বাকি খেলোয়াড়দের ২০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি। বাংলাদেশ দল নিজেদের অপরাধ মেনে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।