Search
Close this search box.
Search
Close this search box.

মাইক্রোসফটে গেটসের চেয়ে বলমারের মালিকানা বেশি

সিউল, ৫ মে ২০১৪:

চার বছরের মধ্যে মাইক্রোসফটে সরাসরি কোনো মালিকানা থাকবে না প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের। মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান বিল গেটস সম্প্রতি নিজের মালিকানায় থাকা প্রতিষ্ঠানটির বেশকিছু শেয়ার বিক্রি করে দেন। ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্য অনুসারে এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০১৮ সাল নাগাদ মাইক্রোসফটে বিল গেটসের কোনো সরাসরি মালিকানা থাকবে না। বিল গেটসের তুলনায় মাইক্রোসফটের আরেক সাবেক কর্মকর্তা স্টিভ বলমারের মালিকানা প্রতিষ্ঠানটিতে এখন বেশি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

chardike-ad

বিল গেটস ১৯৭৫ সালে স্কুল বন্ধু পল অ্যালেনের সহযোগিতায় মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছিলেন, যা পরবর্তীতে বিশ্বব্যাপী পার্সোনাল কম্পিউটিংয়ের জগতে বিপ্লবের সৃষ্টি করে। যার কারণে প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যে মাইক্রোসফটকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ফলে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির ব্যবসার পরিধি। মূলত কম্পিউটার জগতে মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বিতাহীন ব্যবসার কারণে একাধিকবার বিশ্বের শ্রেষ্ঠ ধনীর তালিকায় শীর্ষে অবস্থান করেন বিল গেটস। কিন্তু সাম্প্রতিক ব্যবসার পূর্বপরিকল্পনা অনুসারে প্রতি প্রান্তিকে নিজের মালিকানার প্রায় ২০০ কোটি শেয়ার বিক্রি করছেন বিল গেটস। এ ধারাবাহিকতা চলে আসছে কয়েক বছর ধরেই। ফলে এরই মধ্যে মাইক্রোসফটে বিল গেটসের সরাসরি মালিকানা হ্রাস পেয়েছে। ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিশ্লেষকদের মতে, শিগগিরই এ ব্যবসা পরিকল্পনায় পরিবর্তন না আনলে চার বছরের মধ্যে প্রতিষ্ঠানটিতে সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের সরাসরি কোনো মালিকানা থাকবে না। এছাড়া মাইক্রোসফটের মালিকানার দিক থেকে এখন প্রতিষ্ঠানটির আরেক সাবেক কর্মকর্তা স্টিভ বলমার এগিয়ে রয়েছেন।

downloadসর্বশেষ চলতি সপ্তাহে নিজ মালিকানার শেয়ার বিক্রির মধ্য দিয়ে স্বাধীন শেয়ারহোল্ডার হিসেবে স্টিভ বলমারের তুলনায় পিছিয়ে পড়েন বিল গেটস। এক্ষেত্রে এগিয়ে রয়েছেন সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার, যিনি গত ফেব্রুয়ারিতে অবসর গ্রহণ করেন মাইক্রোসফটের সিইও পদ থেকে। তবে নিজের শেয়ার ধরে রেখেছেন স্টিভ বলমার। গত শুক্রবার ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিল গেটস বর্তমানে মাইক্রোসফটের মোট ৩৩ কোটি শেয়ারের মালিক। সর্বশেষ চলতি সপ্তাহে বিক্রি করা শেয়ার বাদে। বলমারের মাইক্রোসফটে শেয়ারের পরিমাণ মোট ৩৩ কোটি ৩০ লাখ। থমসন রয়টার্সের ডাটা পর্যালোচনা করে এ তথ্য উপস্থাপন করে যুক্তরাষ্ট্রের ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সাবেক এ দুই কর্মকর্তার পাশাপাশি মাইক্রোসফটের অন্য বড় শেয়ারহোল্ডারদের মধ্যে অন্যতম হচ্ছে ফান্ড ফার্ম দ্য ভ্যানগার্ড গ্রুপ, স্টেট স্ট্রিট গ্লোবাল এডভাইসর ও ব্লাকরক।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বিল গেটসের মালিকানা নিয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন মাইক্রোসফটের কর্মকর্তারা। এছাড়া চার বছরের মধ্যে মাইক্রোসফটে বিল গেটসের সরাসরি কোনো মালিকানা থাকবে না— এটাকেও ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিল গেটস ১৯৮৬ সালে মাইক্রোসফটের শতকরা ৪৯ ভাগ শেয়ার অর্জন করেছিলেন। এর ফলে তিনি ওই সময় কোটিপতি বনে যান বলে উল্লেখ করা হয় ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্যে। বিল গেটস ২০০০ সালে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব স্টিভ বলমারের হাতে ছেড়ে দেন। কিন্তু নিজে মাইক্রোসফটের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকেন। সম্প্রতি ভারতীয় নাগরিক সত্য নাদেলার হাতে মাইক্রোসফটের প্রধান নির্বাহীর দায়িত্ব বুঝিয়ে দেন বিল গেটস। জানা যায়, গেটস এখন ব্যবসার চেয়ে মানবকল্যাণমূলক কাজে অধিক সময় ব্যয় করছেন। এ জন্য গেটস প্রতিষ্ঠা করেছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। সূত্রঃ বণিকবার্তা।