Search
Close this search box.
Search
Close this search box.

ক্রেন দুর্ঘটনায় আহত নূরকে সোয়া কোটি টাকা দিল সৌদি সরকার

nur-saudiসৌদি আরবের মক্কায় মসজিদ আল হারামের নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ার ঘটনায় আহত মোহাম্মদ আব্দুল নূর আব্দুল কাইয়ুমকে এক লাখ ৩৩ হাজার ৩৩৩ মার্কিন ডলার (প্রায় এক কোটি ১৩ লাখ টাকা) ক্ষতিপূরণ দিয়েছে সৌদি সরকার।

সৌদি সরকারের দেয়া ক্ষতিপূরণের চেক বুধবার (১৩ নভেম্বর) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার মাধ্যমে আব্দুল কাইয়ুমের নিকট হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। ক্ষতিপূরণের অর্থ পেয়ে সৌদি সরকার ও কনস্যুলেটের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল কাইয়ুম।

উল্লেখ্য, ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর ওই দুর্ঘটনায় নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ভেঙে বিভিন্ন দেশের ১১৮ জন নিহত ও ৩৯৪ জন আহত হয়েছিলেন।

Facebook
Twitter
LinkedIn
Email