ময়মনসিংহের ভালুকায় তামাট বাজারে ১০টি দোকানসহ একটি লাইব্রেরী পুড়ে ছাই হলেও অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ। শুক্রবার (১৩ ডিসম্বর) দিবাগত মধ্য রাতে উপজেলার তামাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রাকিবুল হাসান জানান, তামাট বাজারের দুলালের সেলুন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের বইয়ের লাইব্রেরি, রড সিমেন্ট, ওষুধের দোকান, কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। পরে ভালুকা ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, মাওলানা আলাউদ্দিনের লাইব্রেরিতে থাকা পবিত্র কোরআন শরিফে আগুন লাগলেও ভেতরের লেখা হরফ অক্ষত রয়ে যায়।
তিনি আরও বলেন, দুলালের সেলুনের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০টি দোকানের ২০ লাখ টাকা ক্ষতি হলেও ৫০ লাখ টাকার মালামাল রক্ষা করা হয়েছে।