Search
Close this search box.
Search
Close this search box.

helicopterগাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ধানক্ষেতে হঠাৎ অবতরণ করল ঢাকা থেকে ছেড়ে আসা মেঘনা এভিয়েশনের আর-৬৬ এসটুএইড নামের একটি হেলিকপ্টার। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের একটি ধানক্ষেতে জরুরি অবতরণ করে এ হেলিকপ্টার। ফাঁকা মাঠে হঠাৎ হেলিকপ্টারের অবতরণ দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল মেঘনা এভিয়েশনের আর-৬৬ এসটুএইড নামের এ হেলিকপ্টারটি। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন ও ঘন কুয়াশা দেখে দিনাজপুরে না গিয়ে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের একটি ধানক্ষেতে জরুরিভাবে হেলিকপ্টারটি অবতরণ করান পাইলট।

স্থানীয় সূত্র জানায়, ধানক্ষেতে হঠাৎ হেলিকপ্টারের অবতরণ দেখে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হেলিকপ্টারের কাছে ছুটে আসে উৎসুক গ্রামবাসী। পাইলট বিষয়টি খুলে বললে তাদের আতঙ্ক কেটে যায়। এরপর হেলিকপ্টারটি দেখার জন্য ওই মাঠে ভিড় জমান সব বয়সী নারী-পুরুষ।