Search
Close this search box.
Search
Close this search box.

কাঁদলেন প্রেসিডেন্ট পার্ক, দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা

সিউল, ১৯ মে ২০১৪:

ফেরি ডুবির ভয়াবহ দুর্ঘটনার জন্য দায় স্বীকার করে আবারো জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে। আজ সকালে প্রেসিডেন্ট অফিস ছংওয়াদে’তে জনগণের উদ্দেশ্যে এক ভাষণে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। প্রেসিডেন্ট পার্ক এর আগেও কয়েকবার ক্ষমা প্রার্থনা করেন।

chardike-ad

প্রেসিডেন্ট পার্ক বলেন “ প্রেসিডেন্ট হিসেবে জনগণের জীবনের নিরাপত্তা দিতে আমি ব্যর্থ হয়েছি। আমি ক্ষতিগ্রস্থ সবার কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছি। তিনি ফেরীতে নিহতদের এই যুগের বীর উল্লেখ করে প্রত্যেক ছাত্রছাত্রী, শিক্ষক এবং যাত্রীদের প্রাণ বাঁচাতে গিয়ে নিহত ক্রুদের নাম উল্লেখ করেন। এসময় প্রেসিডেন্টকে কাঁদতে দেখা যায়।

AEN20140519001951315_01_i

তিনি কোস্টগার্ড ভেঙ্গে দিয়ে নতুন একটি নিরাপত্তা বাহিনী গড়ার ঘোষণা দেন।