Search
Close this search box.
Search
Close this search box.

স্মার্টঘড়ির বাজারে স্যামসাংয়ের দখল ৭১%

সিউল, ২০ মে ২০১৪:

বৈশ্বিক স্মার্টঘড়ির বাজারে জানুয়ারি-মার্চ প্রান্তিকে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাংয়ের দখল ছিল ৭১ শতাংশ। এ সময় প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী মোট ৫ লাখ ইউনিট স্মার্টঘড়ি বিক্রি করে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি এনালিটিকস তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। খবর এনডিটিভির।

chardike-ad

Tizen-Smart-Watch-Samsung-Gear2-Coming-Soon-in-April-550x300চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিশ্বব্যাপী মোট ৭ লাখ ইউনিট স্মার্টঘড়ি বিক্রি হয়। এর মধ্যে শুধু স্যামসাংই বিক্রি করে ৫ লাখ ইউনিট, যা মোট সরবরাহকৃত স্মার্টঘড়ির প্রায় ৭১ শতাংশ।

বর্তমানে স্মার্টঘড়ির বাজারের শীর্ষস্থানে রয়েছে স্যামসাং, সনি, পেবল ও কোয়ালকমের মতো প্রতিষ্ঠানগুলো। বাজার বিশ্লেষকদের মতে, আকর্ষণীয় নকশা ও উন্নতমানের কারণে স্যামসাংয়ের স্মার্টঘড়ির বিক্রি অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট পণ্যের বিক্রিকে ছাড়িয়ে গেছে।

গত বছর স্যামসাং মোট ১০ লাখ ইউনিট স্মার্টঘড়ি বিক্রি করে। এতে সংশ্লিষ্ট বাজারে প্রতিষ্ঠানটির দখল দাঁড়িয়েছিল ৫২ শতাংশে। আগামীতে প্রতিষ্ঠানটির স্মার্টঘড়ি বিক্রি আরো অনেক বৃদ্ধি পাবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। প্রথম প্রান্তিকের হিসেবে স্যামসাংয়ের পরের স্থানেই রয়েছে সনি ও পেবল। এ সময় প্রতিষ্ঠান দুটির প্রত্যেকটি ৮০ হাজার করে স্মার্টঘড়ি বিক্রি করে। এতে তাদের প্রত্যেকের বাজার দখল দাঁড়ায় ১১ দশমিক ৪ শতাংশ করে। এর পরের অবস্থানেই রয়েছে মটোরোলা ও কোয়ালকম। প্রতিষ্ঠানটি দুটি এ সময় ১০ হাজার ইউনিট করে স্মার্টঘড়ি বিক্রি করে। ফলে সংশ্লিষ্ট বাজারে প্রতিষ্ঠান দুটির দখল দাঁড়ায় ১ দশমিক ৪ শতাংশ করে।

স্যামসাং গ্যালাক্সি গিয়ার দিয়ে এ বাজারে প্রবেশ করে। যাত্রা শুরুর খুব বেশি দিন না হলেও এরই মধ্যে মোবাইল ডিভাইসের মতো স্মার্টঘড়ির বাজারেও রাজত্ব করতে শুরু করেছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। আগামী সময়ে প্রতিষ্ঠানটির পরিধেয় পণ্যের বিক্রি আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের পরিধানযোগ্য ডিভাইসে টাইজান অপারেটিং সিস্টেম চালু করার পরিকল্পনা করছে। উল্লেখ্য, টাইজান স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম। এতদিন প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড ব্যবহার করলেও এবার তারা মোবাইল ডিভাইসসহ বেশকিছু পরিধানযোগ্য ডিভাইসে এ অপারেটিং সিস্টেম চালু করার পরিকল্পনা করছে। এতে প্রতিষ্ঠানটির পরিধানযোগ্য পণ্যের বিক্রি আরো বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্রঃ বণিকবার্তা।