Search
Close this search box.
Search
Close this search box.

দ্বিতীয় কন্যার বাবা হলেন সাকিব

shakib
ফাইল ছবি

সুখবরটা জানা গিয়েছিল চলতি মাসের শুরুতেই। জানা গিয়েছিল, দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছিল নতুন অতিথির ধরণীতে আসার অপেক্ষা। সেই অপেক্ষার প্রহর ফুরোলো। আজ (শুক্রবার) সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। এ নিয়ে দ্বিতীয় কন্যার বাবা হলেন সাকিব।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত মাসেই যুক্তরাষ্ট্রে উড়াল দেন সাকিব। সেখানে কন্যা ও স্ত্রীর সঙ্গেই আছেন করোনাভাইরাসের এই লকডাউনের সময়টায়। সাকিবের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, আজ বিকাল সাড়ে ৪টায় দ্বিতীয় কন্যার জন্ম দিয়েছেন সাকিবের স্ত্রী। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। হাসপাতালে আছেন তারা।

chardike-ad

এর আগে এক ফেসবুক পোস্টের মাধ্যমে সাকিব ইঙ্গিত দেন তাদের ঘরে আসছে নতুন অতিথি। বড় মেয়ে আলায়না হাসান অব্রির একটি ছবির মাধ্যমে এ খবর দিয়েছিলেন তিনি। যেখানে দেখা যায়, অব্রির হাতে একটি ছোট বাচ্চার জামা। তাতে লেখা, ‘বাসায় স্বাগতম।’ এই ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘বড় বোনের দায়িত্ব।’ অবশেষে বড় বোন হয়েই গেল অব্রি। সাকিবের পরিবারের সদস্য তিন থেকে হলো চার।