গত বিশ্বকাপে খেলেছে এমন ৭জনই বাদ পড়ছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে। ৫ জন এবারই প্রথম সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বকাপ খেলবে। প্রথমবার বিশ্বমঞ্চে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাওয়া নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন তামিম ইকবাল যেন তিন ফরম্যাটেই আবার ফিরে আসেন। এ নিয়ে তাদের মধ্যে এক গোপন বৈঠকও হয়েছে। তামিম বিশ্বকাপে খেলবে কিনা সে প্রসঙ্গে শান্ত, তামিম কেওই কিছু জানায়নি। তাই তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার গুঞ্জন বাদ দিয়েই বিসিবি সাজিয়ে ফেলেছে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড।
বাংলাদেশের ক্রিকেট দল নির্বাচক প্যানেলে প্রথমবার দায়িত্ব পাওয়া গাজী আশরাফ হোসেন লিপু বেশ কিছুদিন যাবৎ যতবারই সংবাদ সম্মেলন করেছেন, কথা বলেছেন বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড নিয়ে। প্রধান নির্বাচক জানিয়েছেন জিম্বাবুয়ে সিরিজে যারা খেলবেন তারাই আগামী জুনে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের ফ্লাইট ধরবেন।
বাংলাদেশের বোলিং অ্যাটাকে যারা নেতৃত্বে দিবেন তাদের তালিকা চূড়ান্ত। মুস্তাফিজ, শরিফুল, তাসকিনের সাথে অলরাউন্ডার হিসেবে যোগ দিবেন সাইফুদ্দিন। জায়গা হারাচ্ছেন পেসার হাসান মাহমুদ। সেই বিপিএল থেকেই অফ-ফর্মের কারণে শ্রীলঙ্কা সিরিজেও তাকে রাখা হয়নি। ইনজুরি থেকে পুরোপুরি ফিট না হওয়ায় এবাদত হোসেনকেও বিবেচনা করা হচ্ছে না। স্পিন অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের অন্যতম ভরসা হয়ে উঠেছেন রিশাদ হোসেন। শুধু স্কোয়াডেই নয়, রিশাদকে নিয়মিত একাদশে খেলোনোর পরিকল্পনাও আছে বিসিবি কোচিং স্টাফের। স্পিন বোলিংয়ে সাকিব আল হাসানের সাথে থাকছেন শেখ মাহেদি এবং মেহেদি হাসান মিরাজ।
মিডল অর্ডারে তিনজন খুঁটি হয়ে খেলবেন মূল একাদশে। যেহেতু বাংলাদেশের হার্ড হিটার কোনো ব্যাটার নেই, তাই রান তাড়া করে ম্যাচ জেতা বা বড় রানের সংগ্রহ পুরোটাই নির্ভর করছে মিডল অর্ডারের উপর। যে দায়িত্বে থাকবেন জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ এবং তাওহিদ হৃদয়। ব্যাটিং ক্যাটাগরিতে আবারও তানজিদ তামিমের উপর ভরসা করছে বিসিবি। তার সাথে লিটন নতুবা সৌম্য থাকবেন উদ্বোধনী জুটিতে।