Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় এলিয়েন কার্ড থেকে ‘এলিয়েন’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত

 

এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড / সৌজন্যে:মিনিস্ট্রি অফ জাস্টিস

দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বিদেশিদের পরিচয়পত্র থেকে “এলিয়েন” শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এলিয়েন কার্ডে আরও অর্থবহ নাম দিয়ে প্রতিস্থাপন করবে।

chardike-ad

আজকে সোমবার, মিনিস্ট্রি অফ জাস্টিস জানিয়েছে গত ৫৪ বছর ধরে ব্যবহার করার পরে, এলিয়েন রেজিস্ট্রেশন কার্ডের নাম পরিবর্তন করতে যাচ্ছে।

“ফরেন ন্যাশনাল কার্ড,” “ফরেন রেসিডেন্স কার্ড” বা “রেসিডেন্স কার্ড” এই নামগুলো ব্যাবহারের পরামর্শ দিয়েছিলেন উপদেষ্টা পরিষদের একটা গ্রুপ। এরপরেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে নামটি পরিবর্তন করার। “এলিয়েন” শব্দটির নেতিবাচক একটি ধারণা পোষণ করে বলে মনে করেছেন অনেকেই।

নতুন রেসিডেন্স কার্ডগুলির জন্য প্রস্তাবিত নামগুলির মধ্যে থেকে একটি বেছে নেবে এবং পরবর্তীতে নকশা পরিবর্তন করবে বলে মন্ত্রণালয় জানিয়েছেন। “আমরা আশা করি বিদেশী বাসিন্দারা নতুন নামের সাথে আরও সন্তুষ্ট হবেন,” মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন। “আমরা আরও মানুষের পরামর্শ নিবো এবং নতুন নীতিতে তাদের দেওয়া পরামর্শগুলো প্রতিফলিত করার চেষ্টা করব।”