Search
Close this search box.
Search
Close this search box.

স্যামসাংয়ের নতুন স্মার্টফোন অপারেটিং সিস্টেম টাইজেন

সিউল, ৩ জুন ২০১৪:

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমসের (ওএস) বিকল্প নতুন ওএস টাইজেনে স্মার্টফোন তৈরি করেছে স্যামসাং। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে স্যামসাং জেড নামের এ হ্যান্ডসেটটি রাশিয়ার বাজারে বিক্রি শুরু হবে। দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তিপণ্য নির্মাতা চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনটেলের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে নতুন এ ওএসটি। স্যামসাংয়ের বেশিরভাগ ফোন অ্যান্ড্রয়েডচালিত হলেও নতুন এ ফোনে ব্যবহার করা হয়েছে নতুন এ ওএসটি। বিশেষজ্ঞদের মতে, গুগলের অ্যান্ড্রয়েডের ওপর থেকে নির্ভরশীলতা কমাতেই এ উদ্যোগ।

chardike-ad

37648_3_samsung_tizen_smartphone_is_coming_to_russia_and_indiaস্যামসাংয়ের মোবাইল কমিউনিকেশন বিভাগের প্রেসিডেন্ট ডি জে লি জানান, ‘গ্রাহকের মোবাইল অভিজ্ঞতায় অভিনত্ব আনতে স্যামসাং প্রতিশ্রুতিবদ্ধ।’ চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য টাইজেন ডেভেলপার সম্মেলনে নতুন ওএসচালিত এ সেটটি দেখানো হবে। নতুন ডিভাইসটির দাম সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।