শনিবার । জুন ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৪ জুন ২০১৪, ১১:১৫ পূর্বাহ্ন
শেয়ার

আজ দক্ষিণ কোরিয়ায় স্থানীয় নির্বাচন


সিউল, ৪ জুন ২০১৪:

আজ সকাল ৬টা থেকে শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ার স্থানীয় নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে সিউলসহ ১৭টি মেট্রোপিলিটন সিটি এবং প্রদেশের মেয়র নির্বাচন করা হবে। এইসব প্রদেশের বিভিন্ন পদে ৩৯৫২ স্থানীয় নেতা নির্বাচিত হবেন।

votersinside

কোরিয়াব্যাপী ১৩হাজার ৬৬৫টি কেন্দ্রে আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে। যারা আজকে ভোট দিতে পারবেন না তাদের জন্য অগ্রীম ভোট দেওয়ার ব্যবস্থা ছিল। অগ্রীম ভোটে প্রায় ১১.৫শতাংশ ভোট পড়েছে। ধারণা করা হচ্ছে আজ ৬০শতাংশেরও বেশি ভোট পড়বে।