Search
Close this search box.
Search
Close this search box.

এশিয়ান কাপের নকআউট পর্বে দক্ষিণ কোরিয়া

south-korea-teamকাতারে অনুষ্ঠিত এশিয়ান কাপের গ্রুপ ই থেকে শেষ ষোলোতে উঠে গেছে বাহরাইন, দক্ষিণ কোরিয়া ও জর্ডান। বৃহস্পতিবার মালয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত ১৫ মিনিটের খেলায় গোল করে ৩-৩ এ ড্র করে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থেকে গ্রুপপর্ব শেষ করেছে দক্ষিণ কোরিয়া।

দিনের অপর ম্যাচে জর্ডানকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে থেকে শুরুর পর্ব শেষ করেছে বাহরাইন। তাদের পয়েন্ট ৬। তবে জর্ডানও উঠেছে নকআউটে। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় অবস্থানের সেরা দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে তারা।

chardike-ad

গ্রুপ এফ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে সৌদি আরব ও থাইল্যান্ড। গতকালের খেলায় এই দুই দল গোলশুন্য ড্র করেছে। তাতে সৌদির পয়েন্ট হয়েছে ৭, আর থাইল্যান্ডের পয়েন্ট ৫। একইদিনের খেলায় কিরগিজিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এই গ্রুপ থেকে বাদ পড়েছে ওমান।

অপরদিকে তৃতীয়স্থানের সেরা দল হিসেবে জর্ডানের সঙ্গে শেষ ষোলেতে উঠে গেছে সিরিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিস্তিন।

১৬ দলের নকআউট পর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইন্দোনেশিয়া, স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে ফিলিস্তিন। অপরদিকে সিরিয়া মুখোমুখি হবে ইরানের। সৌদি আরব মাঠে নামবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।