Search
Close this search box.
Search
Close this search box.

অবিশ্বাস্য পিএসজি, বার্সার চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্নের সমাধি

বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে নিজেদের জায়গা করে নিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে এগিয়ে থেকে পরের রাউন্ডে গেলো পিএসজি।

ম্যাচের শুরু থেকেই পিএসজি চাপে রাখে বার্সেলোনাকে। স্রোতের বিপরীতে লামিনে ইয়ামালের অসাধারণ পাস থেকে গোল করে ম্যাচের ১২তম মিনিটে বার্সেলোনাকে লিড এনে দেন রাফিনহা। ২৯তম মিনিটে আরাউজো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা।

chardike-ad

পিএসজির একের পর এক আক্রমণে দিশেহারা বার্সার গোল হজম করাটা ছিলো যেন সময়ের ব্যাপার। আর হলোও তাই। ম্যাচের ৪০তম মিনিটে পিএসজিকে সে কাঙ্ক্ষিত গোল এনে দেন বার্সেলোনার এক সময়কার জনপ্রিয় খেলোয়াড় ওসমান ডেম্বেলে।

তখনো ৩-৪ অ্যাগ্রিগেট ব্যবধানে পিছিয়ে ছিল পিএসজি। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ভিতিনহা বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে বল জালে জড়ালে আবারো অ্যাগ্রিগেটে সমতা আসে। ৬০তম মিনিটে ক্যান্সেলো ডেম্বেলেকে ডিবক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। পেনাল্টি থেকে গোল করে প্রথমবারের মত পিএসজিকে অ্যাগ্রিগেটে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে।

৮৯তম মিনিটে এমবাপ্পের দ্বিতীয় গোল বার্সার কফিনে যেন শেষ পেরেক ঠুকে দিলো।