Search
Close this search box.
Search
Close this search box.

চ্যাম্পিয়ন্স লীগ কোয়ার্টার ফাইনাল: কে কার মুখোমুখি?

উয়েফা চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের লড়াই চূড়ান্ত হলো। আজ বাংলাদেশ সময় বিকাল ৫ টায় সুইজারল্যান্ডের নিয়নে ড্রয়ের মাধ্যমে কে কার বিপক্ষে খেলবে তা চূড়ান্ত হয়।

চ্যাম্পিয়নস লীগে টিকে সবগুলো দলই শক্তিশালী। নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েই তারা শেষ ষোল পার করেছে। সবগুলো ম্যাচই ফুটবল ভক্তদেরকে রাত জাগতে বাধ্য করবে।

chardike-ad

ড্র‍য়ে চূড়ান্ত হয়েছে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হচ্ছে ম্যাঞ্চেস্টার সিটি, পিএসজি খেলবে বার্সালোনার বিপক্ষে, আর্সেনাল খেলবে লন্ডনের ত্রাস বায়ার্ন মিউনিখের বিপক্ষে এবং এটলেটিকোর প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড।

রিয়াল মাদ্রিদ-ম্যাঞ্চেস্টার সিটি ও আর্সেনাল-বায়ার্ন মিউনিখ লড়াইয়ে সবার নজর থাকবে সবচেয়ে বেশি।

ছোট করা যাচ্ছে না বার্সালানো-পিএসজি দ্বৈরথকেও। এটলেটিকো মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ডও কেউ কাউকে ছেড়ে কথা বলবে না নিশ্চিত।

এপ্রিলের ৯ তারিখে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে। এক সপ্তাহ পর ১৬ তারিখে দ্বিতীয় লেগের লড়াইয়ে মুখোমুখি হবে দলগুলো।