Search
Close this search box.
Search
Close this search box.

স্যামসাং ডিভাইস ব্যবহার করবে মার্কিন সরকার

সিউল, ১০ জুন ২০১৪:

সরকারি কাজে স্যামসাং ডিভাইস ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। আপাতত মার্কিন সরকার প্রতিষ্ঠানটির পাঁচটি সংস্করণের মোবাইল ডিভাইস ব্যবহার করবে বলে ঠিক করেছে। খবর টেকটুর।

chardike-ad

Samsung_Galaxy_Note_3মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বেশকিছু কর্মকর্তা এত দিন ব্ল্যাকবেরির হ্যান্ডসেট ব্যবহার করতেন। কিন্তু গত কয়েক মাস আগে ব্ল্যাকবেরির হ্যান্ডসেটে নিরাপত্তা ত্রুটি থাকার কথা উল্লেখ করে অন্য কোনো প্রতিষ্ঠানের মোবাইল ডিভাইস ব্যবহারের পরিকল্পনার কথা জানায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় এখন থেকে স্যামসাংয়ের মোবাইল ডিভাইস ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

গ্যালাক্সি এসফোর, গ্যালাক্সি এসফোর অ্যাকটিভ, গ্যালাক্সি নোট থ্রি, গ্যালাক্সি নোট প্রো ১২.২ ও গ্যালাক্সি নোট ১০.১-এর ২০১৪ সংস্করণ ব্যবহার করা হবে। তবে এ ডিভাইসগুলো সরকারি কোন খাতে ব্যবহার করা হবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।