Search
Close this search box.
Search
Close this search box.

ম্যাঞ্চেস্টারের রং নীল!

ঘরের মাঠ ইতিহাদে ৩-১ গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। ঘরের মাঠে ফেভারিট হিসেবে মাঠে নামে প্রিমিয়ার লীগে দ্বিতীয় অবস্থানে থাকা সিটি। প্রথমার্ধের শুরুতে ৮ মিনিটের মাথায় মার্কাস রাশফোর্ডের গোলে পিছিয়ে পড়ে সিটি। ফোডেনের জোড়া গোলে অসাধরণ এক কামব্যাকের মধ্য দিয়ে ৩-১ এ ম্যাচ শেষ করে ব্লুজরা।

প্রথমার্ধের শুরুতে গোল হজম করলেও মাঠের খেলায় সিটিই এগিয়ে ছিল। একের পর এক আক্রমণে দিশেহারা ইউনাহাইটেডকে ম্যাচে রাখে গোলকিপার ওনানা। ম্যাচের ৪৪ মিনিটে হাল্যান্ড সহজ সুযোগ মিস করলে ০-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইউনাইটেড।

chardike-ad

দ্বিতীয়ার্ধের শুরুতে ইউনাইটেড কিছুটা খেলায় ফেরার ইঙ্গিত দিলেও তাদের স্বপ্ন ভেঙেচুরে দেয় ফিল ফোডেন। ৫৬ মিনিটে সমতাসূচক গোল এনে দিয়েই থামেনি, ম্যাচের ৮০ মিনিটে সিটিকে ২-১ গোলের লীড এনে দেয় ফোডেন। ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটা ঠোকেন আর্লিং হাল্যান্ড। ম্যাচের অতিরিক্ত সময় ৯১ তম মিনিটে সিটির তৃতীয় গোল করেন হাল্যান্ড।

এই জয়ে ২৭ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লীগের দ্বিতীয় অবস্থানে ম্যাঞ্চেস্টার সিটি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে ১ পয়েন্ট। অন্যদিকে সমান ২৭ ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে এরিক টেন হাগের ইউনাইটেড।