Search
Close this search box.
Search
Close this search box.

স্যামসাংয়ের নমনীয় প্রযুক্তির ট্যাবলেট আসছে আগামী বছর

সিউল, ১২ জুন ২০১৪:

২০১৫ সালের শুরুর দিকে তিনটি অংশে ভাঁজ করা যাবে এমন নমনীয় প্রযুক্তির ট্যাবলেট বাজারে ছাড়বে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।

chardike-ad

images (1)গত বছর অনুষ্ঠিত বিশ্লেষক কনফারেন্সে ২০১৬-১৭ সাল নাগাদ নমনীয় প্রযুক্তির ট্যাবলেট আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি স্যামসাংয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে নির্দিষ্ট সময়ের আগেই এ ট্যাবলেট বাজারে ছাড়ার বিষয়ে নিশ্চিত করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটির এ ট্যাবলেটে ৮ অথবা ৯ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হবে। এছাড়া এ ট্যাবলেটের বাণিজ্যিক উৎপাদন অত্যন্ত ব্যয়বহুল বলে উল্লেখ করা হয়। তবে ডিভাইসটি সম্পর্কে আর বেশি কিছু প্রকাশ করেনি স্যামসাং।