Search
Close this search box.
Search
Close this search box.

এবার অ্যান্ড্রয়েড চালিত স্যামসংয়ের স্মার্টওয়াচ

২৩ জুন ২০১৪:

শীর্ষস্থানীয় সার্চ ইঞ্জিন গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্স (আই/ও) ২০১৪তে প্রতিষ্ঠানটির অ্যান্ড্রয়েড ওয়্যার অপারেটিং সিস্টেমচালিত স্মার্টওয়াচ উদ্বোধন করতে পারে স্যামসাং। আগামী সপ্তাহে শুরু হবে গুগলের আই/ও ডেভেলপার কনফারেন্স।

chardike-ad

963927547-smartwatch-1vFwxOAc01wf7Vy34এটিই হবে অ্যান্ড্রয়েড ওয়্যারচালিত দক্ষিণ  কোরিয়ার শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস পণ্য নির্মাতা কোম্পানি স্যামসাংয়ের প্রথম পরিধানযোগ্য পণ্য। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সিনেট তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে সিনেট জানায়, স্যামসাংয়ের নতুন এ পরিধানযোগ্য পণ্যটি আগের গিয়ার সংস্করণের ডিভাইসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হবে; যা চলতি বছরের শুরুর দিকে বাজারে ছাড়া হয়েছিল।

পাশাপাশি প্রতিষ্ঠানটি আরো দুটি স্মার্টওয়াচ তৈরি করতে পারে। একটিতে নিজস্ব চিপ ও অন্যটিতে কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হতে পারে। তবে সংশ্লিষ্ট ডিভাইস দুটি কবে নাগাদ বাজারে ছাড়া হবে, সে বিষয়ে প্রতিবেদনে কোনো সুস্পষ্ট তথ্য জানানো হয়নি।

সম্প্রতি নিজস্ব অপারেটিং সিস্টেম টিজেনচালিত স্মার্টওয়াচ বাজারে ছাড়ে প্রতিষ্ঠানটি।

স্যামসাংয়ের এ নতুন অ্যান্ড্রয়েড ওয়্যার অপারেটিং সিস্টেমচালিত স্মার্টওয়াচের জন্য গ্রাহকদের চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, ২৫ জুন শুরু হবে গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্স ২০১৪।