sentbe-top

বাকপ্রতিবন্ধীদের জন্য গুগল অ্যাপ

২৪ জুন ২০১৪:

বাকপ্রতিবন্ধীদের কথা বলার অ্যাপ বানাচ্ছে গুগল। প্রতীকী ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজকে মৌখিক ভাষায় রূপান্তর করবে এ অ্যাপটি। ‘গুগল গেশ্চার’ নামের এ অ্যাপে বাকপ্রতিবন্ধীরা একে অন্যের ভাষা বুঝতে পারবেন। অ্যাপটি তৈরিতে গুগলকে সহায়তা করছে সুইডেনের স্টকহোমের বার্গস স্কুল অব কমিউনিকেশন্সের শিক্ষার্থীরা।

1_80826এ অ্যাপ ব্যবহারের জন্য প্রয়োজন হবে বিশেষ একটি ব্যান্ড, যা পেশির ভাইব্রেশন থেকে ইলেকট্রোমায়োগ্রাফি প্রক্রিয়ায় প্রতীকী ভাষা শনাক্ত করে মৌখিক ভাষায় অনুবাদ করবে। এরপর এসব প্রতীকী ভাষা এক একটি অডিও হিসেবে আউটপুট দেবে।

অ্যাপটি নিয়ে প্রচারিত একটি ভিডিওতে বলা হয়েছে, অধিকাংশ মানুষই সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারেন না। ফলে বাকপ্রতিবন্ধীদের সঙ্গে আলাপ-আলোচনা সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই। অ্যাপটির মূল লক্ষ্যই হচ্ছে, সাইন ল্যাঙ্গুয়েজকে শ্রবণযোগ্য শব্দে রূপান্তর করা। সূত্র : ম্যাশেবল

sentbe-top