Search
Close this search box.
Search
Close this search box.

প্রেস সচিব শফিকুল

 

chardike-ad

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্পের বক্তব্যটি সম্পূর্ণ তার দেশের রাজনৈতিক ইস্যু। লবিস্টরা হয়তো এ বিষয়ে প্রভাব বিস্তার করেছেন। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয়নি।’

শনিবার (২ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

শফিকুল আলম আরও বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আমরা চাচ্ছি, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক। বাংলাদেশে যে অভূতপূর্ব গণঅভ্যুত্থান হয়েছে, তাতে আমরা সারা বিশ্বের সমর্থন পেয়েছি। পতিত স্বৈরাচার সরকারের সঙ্গে ভারত থাকা সত্ত্বেও তা কোনো কাজে আসেনি। জনগণ জেগে উঠলে কোনো অপশক্তি টিকে না।’

তিনি বলেন, ‘ড. ইউনূস একজন গ্লোবাল লিডার। তাই মার্কিন নির্বাচনে কমলা বা ট্রাম্প যিনিই জয়ী হোন, আমাদের সম্পর্ক কোনো চ্যালেঞ্জে পড়বে না। ড. ইউনূসের সঙ্গে ডেমোক্র্যাট ও রিপাবলিক–দুই পার্টিরই জ্যেষ্ঠ নেতাদের খুব ভালো সম্পর্ক। তার বন্ধু দুটি দলের মধ্যেই আছে।

‘আগামী মার্কিন নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না’ শীর্ষক ছায়া সংসদে গ্রিন ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে স্টেট ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। বিচারক ছিলেন অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, সাংবাদিক নুরুল ইসলাম হাসিব, আশিকুর রহমান অপু ও আতিকুর রহমান। বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।